১২ মে, ২০২৪

বাগাতিপাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

বাগাতিপাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ড্রামের পানিতে পড়ে মানহা খাতুন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১২ মে) বেলা ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মানহা খাতুন ওই এলাকার মোস্তাফিজুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সকালের কোনো একসময় সবার অগোচরে বাড়িতে থাকা পানি ভরা প্লাস্টিকের ড্রামের ভেতরে পড়ে ডুবে যায় শিশু মানহা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না।

এক পর্যায়ে ড্রামের ভেতরে থাকা পানির কিছুটা অংশ নিচে পড়ে থাকা দেখে কাছে গেলে তার ভেতরে ডুবে থাকা অবস্থায় মানহাকে উদ্ধার করা হয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।