৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নাটোরে তিন উপজেলার ৩০২ ভোটকেন্দ্রে একযোগে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোটগ্রহণ চলবে।
সকাল আটটার পর সদর উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে এখন ভোটকেন্দ্র গুলো উল্লেখযোগ্য পরিমাণ ভোটার উপস্থিতি নেই। ভোট কেন্দ্রের চিরচেনা লাইনেরও এখন পর্যন্ত দেখা মেলেনি।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট উপস্থিত বাড়বে বলে জানান স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা।
সদর উপজেলার চন্দ্রকলা এস.আই উচ্চ বিদ্যালয়ের সকাল ৯ টা পর্যন্ত নারী ও পুরুষ কেন্দ্রে ৫০ টি ভোট পড়েছে। ৮ টা ৪৫ মিনিট পর্যন্ত পুরুষ কেন্দ্রের ২ নম্বর বুথে ১ টি ভোট পরে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফিরোজ আহমেদ ঢাকা পোস্ট'কে বলেন, যথানিয়মে ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম রয়েছে।মাঠে পানি থাকায় একটু ঝামেলা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট উপস্থিতি বাড়বে বলেও জানান তিনি।
কেন্দ্রটি পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ বলেন, গত বেশ কয়েকদিন ধরে তাপ প্রবাহ ছিল এই অঞ্চলে।
গতকাল শেষ রাত থেকে নাটোরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে অনেকে ঘুমিয়ে আছে, সেজন্য হয়তো আসেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করি।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১১৫টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭২ হাজার ৩০২ জন ভোটার রয়েছে। এ উপজেলায় তিন পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৫৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ১৭ হাজার ১৫১ জন ভোটার রয়েছে। এ উপজেলায় তিন পদে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১৩৩টি ভোটকেন্দ্রে ৩ লাখ ১২ হাজার ৫১৭ জন ভোটার রয়েছে।
এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা মো. দেলোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।