২৭ এপ্রিল, ২০২৪

তুমি আকাশ চেয়েছো.....

তুমি আকাশ চেয়েছো 

আকাশ দেবার সাধ্য আমার নাই

তুমি সমুদ্র চেয়েছো

তাই আছড়ে পরা ঢেউয়ের গর্জনে হৃদয় ভেঙ্গেছি

——সমুদ্রের গহীন অতলে নিজেকে হারিয়েছি বহুবার

তুমি সমুদ্র চেয়েছো বলে.....!

তুমি নীল নক্ষত্র চেয়ে অট্ট হাঁসিতে তপ্ত রোদে মেঘ নামিয়েছো

আগুনের হুল্কা ছিটিয়েছো খেয়াল খুশিমতো

ভালোবাসার নামে বিষাদ ছড়িয়েছো বিশ্বময়

তবুও চাঁদের উদগিরণ আর সূর্য্যের স্ফুলিঙ্গ ডিঙ্গিয়ে তোমার হতে চেয়েছি বার বার 

——কেবল তুমিই মোটে একটি বারও, বিশাল ভালোবাসার আঁধার ছুঁতে পারনি...।