নীল আঁচল যখন বিছিয়ে দেয় মেঘ, তখন নাম হয় নীলাচল। মেঘের রঙ হয়ে গেছে নীল, আকাশও নীল। একটা রেস্টুরেন্ট থেকে নীল আমার চোখে পড়েছে। বান্দরবান শহরকে নীল আঁচল দিয়ে বিছিয়ে নিয়েছে প্রকৃতি।