২৫ এপ্রিল, ২০২৩

শিক্ষা প্রতিষ্ঠানে ডোপ টেস্ট বাধ্যতামূলক

শিক্ষা প্রতিষ্ঠানে ডোপ টেস্ট বাধ্যতামূলক
শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের ব্যবহার রোধে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনায় আরো বলা হয়, শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনস্ত দপ্তর ও সংস্থাগুলোকে ওই নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলছে, নিয়োগ এবং ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট সংক্রান্ত পুর্ণাঙ্গ বিধিমালায় প্রণয়নে কাজ চলছে। তা দ্রুত শেষ করতেও বলা হয়েছে। এরইমধ্যে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনস্ত দপ্তর ও সংস্থাগুলোকে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে। সূত্র বলছে, মূলত মাদক পরীক্ষার এই নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত দশমতম সভার আলোকে ওই নির্দেশনা দেওয়া হয়। এসংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে গত ১৪ এপ্রিল। মাদক পরীক্ষা এই সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি জানতে উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে ১৪ এপ্রিল।