ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে উত্তরবঙ্গ মহাসড়কে উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্ত্বরে ড্রোন দিয়ে যানবাহন চলাচলে নজরদারি করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ এবারই প্রথমবারের মত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখানে এই বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বাসযাত্রীরা ইতো মধ্যেই এর সুফল পেতে শুরু করেছেন।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ জানান, ড্রোন দিয়ে যানবাহন চলাচল পর্যবেক্ষণের বিশেষ ব্যবস্থা নেবার ব্যাপারে গেলো সপ্তাহে হাইওয়ে পুলিশ প্রধান ও অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন খান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ হাটিকুমরুলে কয়েকদফা সভা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন। ২/৩ দিন আগে থেকে মুলত মানুষ ঈদ উপলক্ষে ঘরে ফিরতে শুরু করেছেন।
এর আগে এই পথে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিন্তাইকারীদের খপ্পরে পড়ে অনেক ঈদ যাত্রী তাদের সর্বস্ব খুয়েইছেন। ফলে অনেকটাই অনিরাপদ হয়ে পড়ে ঘরে ফেরা মানুষের ঈদ যাত্রা।
হাইওয়ে থানা পুলিশ এবছর মানুষের এসব দুর্ভোগ নিরসন এবং তাদের ঈদ যাত্রা নিরাপদ করতে স্থানীয় জেলা পুলিশের সহযোগিতা নিয়ে সবধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছেন। মহাসড়কগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশ তাদের দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।
ড্রোন দিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত হাটিকুমরুল গোলচত্বর এলাকায় প্রায় ২০ কিলোমিটার জুরে ড্রোনে যানবাহন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রন করা হচ্ছে। উপর থেকে ড্রোন পর্যবেক্ষণ শুরু হওয়ায় এবার অজ্ঞান পার্টি বা ছিন্তাইকারীদের কার্যক্রম একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। ঘরে ফেরা বাসযাত্রীরা এতে বেশ খুশি।
মঙ্গলবার ঢাকা থেকে নাটোরে ফেরা বাসযাত্রী আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম, শাওন ইসলাম জানান, ড্রোন পর্যবেক্ষণ করায় হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় এবার অবৈধ কার্যক্রমে জড়িত লোকজনের উপস্থিতি একেবারেই নেই।
তারা অনেকটা স্বস্তিতে বাসযাত্রা করেছেন। মামুন ও রহিমের মত এমন কথা বললেন ঢাকা থেকে ফেরা উল্লাপাড়ার কোচ যাত্রী বাবলু, সবুজ হোসেন, রহিমা খাতুনসহ আরও অনেক যাত্রী।