নাটোরের বড়াইগ্রামে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে উপজেলার গোপালপুর ইউনিয়নের নারায়নপুর খাঁ পাড়ায় এক ব্যাক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা এবং এস্কেভেটরের ব্যাটারী জব্দ করা হয়।
এ সময় তিনি বলেন ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।বিজ্ঞপ্তি দিয়ে, মাইকিং করে সবাইকে সচেতন করছি।তারপরও কিছু অসাধু ব্যাক্তি ফসলি জমিতে গোপনে পুকুর খনন করছে।তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।