২৩ মার্চ, ২০২৪

উল্লাপাড়ায় করতোয়া খাল পূনঃখনন, বন্ধ হয়ে গেছে খাল পাড়ের মানুষের চলাচলের পথ

উল্লাপাড়ায় করতোয়া নদীর সংযোগ খাল পুনঃখনন করার ফলে প্রায় সাড়ে ৩শ' পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এসব পরিবারের লোকজনকে অন্যের বাড়ির ভিতর দিয়ে অথবা পার্শ্ববর্তী ইরি-বোরো ধানের মাঠের আলপথ দিয়ে ঘুরে গ্রামের বাইরে যেতে হচ্ছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহাজাহানপুর গ্রামের পাশে করতোয়া নদী থেকে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়ায় হুরাসাগর নদী পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ করতোয়া খাল পূনঃখনন করছে। ইতোমধ্যে প্রায় এক কিলোমিটার অংশের খননকাজ শেষ হয়ে গেছে। কিন্তু খালের মাটি পূর্বপার্শ্বে স্তুপ করে ফেলায় বন্ধ হয়ে গেছে খাল পাড়ের মানুষের চলাচলের রাস্তা।

শাহাজাহনপুর গ্রামের এই খাল পাড়ের লোকজন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া আবেদনপত্রে উল্লেখ করেছেন, করতোয়া খালের পশ্চিমপাশে পাকা রাস্তা (উল্লাপাড়া-কৃষকগঞ্জ বাজার সড়ক) থাকায় খননকৃত মাটি পূর্বপাশে স্তুপাকারে এবরো থেবরোভাবে ফেলায় এই পাশের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে।

ফলে শাহাজাহানপুর, ঘাটিনা ও জোলাহাটি গ্রামের প্রায় সাড়ে ৩শ' পরিবারের লোকজনের উল্লাপাড়া উপজেলা সদর এবং সলপ রেলওয়ে স্টেশনে যাতায়াত বন্ধ হয়ে গেছে। তারা নিরুপায় হয়ে শাহাজাহানপুর গ্রামের বিভিন্ন লোজজনের বাড়ির ভেতর দিয়ে অথবা পাশের ফসলের মাঠের অপ্রশস্ত আলপথ মাড়িয়ে অতিকষ্টে চলাচল করছেন।

আবেদনকারীদের পক্ষে শাহ আলম, রফিকুল ইসলাম ও আব্দুল মোতালেব অভিযোগ করেন, উল্লিখিত খালের কিছু অংশ পঞ্চক্রোশী ইউনিয়ন এবং সলপ ইউনিয়নের সীমার মধ্যে পড়েছে। তারা পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ ও সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমানকে বিষয়টি জানিয়েছেন। 

অবিলম্বে করতোয়া খালের পূর্বপাশের মাটি অপসারন করে তাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি ব্যবহারের উপযোগী করার এবং স্থানীয় লোকজনের চলাচল দুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন আবেদনকারীরা। 

এ বিষয়ে পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ ও সলপ ইউপি চেয়ারম্যান শওকাত ওসমানের সঙ্গে যোগাযোগ করলে তারা উভয়ই এ বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সমাধানের ব্যবস্থা নেবেন বলে 
জানান।

এ ব্যাপারে বিএডিসি’র উল্লাপাড়া অফিস প্রধান সহকারী প্রকৌশলী শাহী আমিনের সঙ্গে কথা বললে তিনি জানান, পর্যায়ক্রমে করতোয়া খাল পুনঃখনন করা হবে। তবে প্রথম পর্যায়ে খালের মাটিতে পাশের লোকজনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাবার বিষয়টি তিনি অবহিত হয়েছেন। উল্লিখিত রাস্তা নতুন করে ব্যবহারের উপযোগী করতে খননের মাটি অপসারণ করতে হবে।

এক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে এলাকার লোকজনের চলাচলের দুভোর্গ নিরসনের ব্যবস্থা নেবেন তিনি। তবে এ জন্য ভূক্তভোগী লোজজনকে অপেক্ষা করতে হবে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা জানান, উক্ত খাল খননের জন্য এলাকার লোকজনের দুর্ভোগের বিষয়ে একটি আবেদনপত্র তিনি পেয়েছেন। উল্লিখিত দুই ইউপি চেয়ারম্যান এবং বিএডিসি’র উল্লাপাড়ার প্রকৌশলীকে নিয়ে আলোচনা করে বর্তমানে সৃষ্ট সমস্যার সমাধান করা হবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।