১০ মার্চ, ২০২৪

স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত চাকরিচ্যূত পুলিশ সদস্য ইউছুফ আলীকে (৩০) উল্লাপাড়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

তিনি উধুনিয়া ইউনিয়নের দত্তখারুয়া গ্রামের ইয়াছিন আলী মৃধার ছেলে।

তাকে তার গ্রামের বাড়ি থেকে শনিবার রাতে গ্রেপ্তার করা  হয়। ইউছুফ আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য ছিলেন (পরিচিতি নম্বর - ১৫৩৬৭)।

ইউছুফ আলীর স্ত্রী নাসিমা খাতুনের স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতন মামলার বিবরণ থেকে জানা যায়, ১০ বছর আগে পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার ফরিদ পাঙ্গাসী গ্রামের মৃত শাহজাহান আলীর মেয়ে নাসিমা খাতুন রিয়ার সঙ্গে ১০ লক্ষ ১ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয় তার।

এই দম্পতির একটি সন্তানও আছে। বিয়ের কয়েক বছর পর এক সেবিকার সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ইউছুফ। স্ত্রী নাসিমা বিষয়টি জানতে পেরে এর প্রতিবাদ করলে ইউছুফ আলী স্ত্রীকে বিভিন্ন সময়ে ব্যাপক নির্যাতন ও মারপিট করতেন।

অনেক দিন নির্যাতিত নাসিমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করতে হতো। নিরুপায় হয়ে নাসিমা সিরাজগঞ্জ আদালতে তার স্বামীর বিরুদ্ধে  যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন।

এই মামলায় আদালত ইউছুফ আলীকে দুই মাসের কারাদন্ড দেন।  এছাড়া দু’বছর আগে ইউছুফ আলীর বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ডাকাতি করার অভিযোগে যাত্রাবাড়ি  থানায় আরও একটি মামলা দায়ের করা হয়।

এসব কারণে বছরখানেক আগেই চাকরিচ্যূত হন ইউছুফ আলী।  ইউছুফ অনেকদিন ধরে পলাতক ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম মামলার উদ্ধৃতি দিয়ে জানান,  ইউছুফ আলীর বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্টছিল। এই ওয়ারেন্টমুলে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।