২৫ মার্চ, ২০২৩

হাথুরুই ফিরলেন প্রধান কোচ হয়ে

হাথুরুই ফিরলেন প্রধান কোচ হয়ে
হাথুরু আসবেন। আসবেন না। বেশ কিছুদিন ধরে ক্রিকেট পাড়ায় এমন গুঞ্জন-ই বাতাশে সুবাশ ছড়াচ্ছিল। যে হাথুরুসিংহে বাংলাদেশ থেকে নিজেকে প্রত্যাহার করেছিলেন। সেই হাথুরুই কিনা আবার ফিরলেন টাইগারদের প্রধান কোচ হয়ে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা থেকেই কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন হাথুরু। বিসিবির চুক্তির তোয়াক্কা না করে অপেশাদার মনোভাব নিয়ে চলে গিয়েছিলেন তিনি। ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল। সাকিবদের নতুন কোচ হচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই গুঞ্জন ভেঙ্গে সত্যিটাও সামনে এলো। তবে আবার সেই চন্ডিকা হাথুরুসিংহেই ফিরলেন প্রধান কোচ হয়ে। । তাও আবার আগের চেয়ে কম চুক্তিমূল্যে। অবশ্য সব ধরণের সুযোগ সুবিধা দেওয়ার দিবে বোর্ড। ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে ঢাকায় এসে নতুন চুক্তিও স্বাক্ষরের কথা তার। এরআগে কোচ হিসেবে বাংলাদেশ দলে আসার কথা পাকা করেছিলেন হাথুরু। কিন্তু কি হলো। বিসিবিকে দেওয়া পাকা কথার পরও সরে যান হাথুরুসিংহে। হঠাৎ সেদিন খবর এলো চন্ডিকা হাথুরুসিংহে বিসিবিতে চাকরি করছেন না। তিনি যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমিতে। বাংলাদেশে চাকুরি নিশ্চিতের পর হাথুরুকে পুড়নো কর্মস্থলে পদোন্নতি দিয়েছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ। একারণে পরিবারের সাথে অস্ট্রেলিয়ার সিডনিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাথুরু। বিসিবির এক কর্মকর্তা জানালেন, ইউটার্ন নিয়ে হাথুরুসিংহে বিসিবিকে না করে দিয়েছেন। বিষয়টি জানার জন্য হাথুরুকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও কোনো উত্তর পায়নি বিসিবি। সূত্র বলছে, গত অক্টোবর-নেভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ চলাকালে সিডনিতে বেশকয়েকজন পরিচালকের উপস্থিতি বিসিবিবর সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করেন হাথুরু। সেসময় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন হাথুরু। একারণেই বিশ্বকাপ শেষে হাথুরুর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করে বিসিবি। ভারতের সাথে হোম সিরিজের পর রাসেল ডমিঙ্গো প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন। একারণে প্রধান কোচের পদে অনেকটা নিশ্চিত-ই হয়ে যান হাথুরু। তার অনুযায়ী তিন সংস্করণের প্রধান কোচ ঠিক করা হয়। কিন্তু অবশেষে তিনি পাকা কথা দিয়েও সরে যান। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই হাথুরুসিংহেই বাংলাদেশ দলের নতুন প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।