২৯ ফেব্রুয়ারি, ২০২৪

নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজের পক্ষ থেকে নব-নির্বাচিত এমপি আহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রাজাপুর ডিগ্রী কলেজের গভর্নিং কমিটির সভাপতি এস.এম একরামুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ সময় সংসদ সদস্যকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।  

প্রভাষক ইসরাফিল হোসেনর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক এস.এম আসাদুজ্জামান, রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তুঘলক, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুর রহমান শাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সহ শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।