২৬ ফেব্রুয়ারি, ২০২৪

বদলগাছীতে বিরোধের জেরে ফসলহানি..!

নওগাঁ জেলার বদলগাছীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বন্ধকী নেওয়া জমির ফসল নষ্ট করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত ২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বদলগাছীর চাংলা গ্রামের আধিবাসী পাড়ার পাশে ঘটনাটি ঘটে। 

অভিযোগ সূত্রে জানাযায়, বিগত বছর দুয়েক পূর্বে চাংলা গ্রামের বাচ্চু(৫৫) কাছ থেকে ৯০হাজার টাকা দিয়ে স্টাম্প করে জমি বন্ধক নেয়ে একই গ্রমের রাকিব হোসেন। জমি বন্ধক নেবার পর থেকে ঐ জমিতে চাষাবাদ করে আসছে রাকিব হোসেন।

গত ২২শে ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কাউকে কিছু না বলে বন্ধকী নেওয়া রাকিবের জমির ফসল পিয়াজ,রসুন ও নেপিয়ার ঘাষ নষ্ট করে জমির মালিক বাচ্চু সহ আরও কয়েক জন। এ ব‍্যপারে গত বৃহস্পতিবার বদলগাছী থানায় একটি অভিযোগ করা হয়েছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমিতে নতুন লাগানো পিয়াজের চারা উপড়ানো, রসুনের চারাও উপড়ানো পাশে নেপিয়ার ঘাষ গোড়া সহ কোদাল দিয়ে তুলে ফেলা। 

স্থানীয় গ্রামবাসী জানান, গ্রামের বাচ্চু,আইয়ুবের পরিবারের সাথে পারিবারিক জমিজমা নিয়ে গন্ডগল আছে।  মাস খানেক আগে জমি নিয়ে এখানে মারামারি ও মামলাও হয়েছে। মামলায় রাকিব এখনো জেলে আছে। এর মাঝেই গত বৃহস্পতিবার ভোরে রাকিবের বন্ধকি জমির পেয়াজ,রসুন নেপিয়ার ঘাস  তুলে ফেলে। 

এ ব‍্যপারে আইয়ুব বলেন, এসব সম্পন্ন মিথ‍্যে কথা। আমি এই কাজ করি নি। তারা নিজেরাই করে আমাকে ফাঁসানোর জন‍্য নাটক সাজিয়েছে। ঐ জমিটি আমার চাচার।

এ ব‍্যপারে ব‍দলগাছী থানা অফিসার ইনচার্জ মাহবুব রহমান বলেন, এ ব‍্যপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব‍্যবস্থা নেওয়া হবে।