২২ এপ্রিল, ২০২৩

মায়ের মমতা দিয়ে জনগণের সেবা করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

 মায়ের মমতা দিয়ে জনগণের সেবা করে যাচ্ছি: প্রধানমন্ত্রী
‘আমার তো কেউ নেই। বাবা-মা, ভাই-বোন সব হারিয়েছি। শুধু আমি আর আমার ছোট বোন বেঁচে আছি। বাবার কাছ থেকেই বাংলাদেশের মানুষের প্রতি কতর্ব্যবোধ শিখেছি।’ তিন বছর পর আজ শনিবার গণমভবনে সকাল ১০টায় দলের নেতাকর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণিপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে সবার উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। কক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাবার স্বপ্ন ছিল দেশের প্রতিটি মানুষ অন্য পাবে, বস্ত্র-বাসস্থান পাবে। বাংলার মানুষের সেসব মৌলিক চাহিদা পালন করা আমার কাজ। যেহেতু আমি বাবা মা ভাই বোন সব হারিয়েছে। তাই বাংলার মানুষের কাছে আমি খুঁজে পাই হারানো বাবা-মা ভাই বোনের স্নেহ ভালোবাসা। তিনি বলেন, ঈদ যাত্রায় এবার আর দেশের সড়কে ভোগান্তি হয়নি বলে মন্তব্য করে স্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কিছুটা সময় লাগলেও বাড়ি যেতে এবার আর সড়কে যানজটে পড়ে বসে থাকতে হয়নি। তিনি বলেন, সবচেয়ে ভাল লেগেছে রাজধানীতে বসে না থেকে যে যার বাড়িতে চলে গেছেন। গ্রামের আত্মীয়-স্বজনদের সাথে ঈদ করা সত্যি আনন্দের।