২২ ফেব্রুয়ারি, ২০২৪

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান

সিরাজগঞ্জের হাটিকুমরু গোল চত্বর ও এর আশে পাশের মহাসড়কে তিন চাকার সিএনজি, থ্রিহুলার স্ট্যান্ড, রিক্সা, ভ্যান, ভটভটি, করিমন, নসিমন মুক্ত করতে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সলংগা থানা পুলিশ।

অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন, সলংগা থানার এসআই আব্দুল লতিফ, হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মতিউর রহমান, এটিএসআই ইব্রাহীম খলিল প্রমুখ।

হাটিকুমরুল  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ স্থানীয় জনতাকে সাথে নিয়ে অভিযান পরিচালনাকালে অবৈধ যানবাহনের চালক, মালিক ও উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন যেগুলো  আছে সেগুলো নিরাপদ দূরত্ব বজায় রেখে চালাতে হবে। হাইওয়ে রাস্তা পরিহার করে চলতে হবে।  

তিনি আরো বলেন, অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত দূর্ঘটনার হাত থেকে পথচারীসহ জনসাধারনকে নিরাপদ রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর  আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।