২১ ফেব্রুয়ারি, ২০২৪

চরফ্যাশনে মাদ্রাসা শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অনুমতি ছাড়া ১৬দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এক শিক্ষক। এখনো তিনি কর্মস্থলে যোগদান করেননি। 

উপজেলার দক্ষিণ আইচা রাব্বানীয়া আলিম মাদ্রাসার শরীর চর্চা শাখার শিক্ষক মো আব্দুস শহীদ বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। যার ইনডেক্স নাম্বার ৩৭১৩৭৭।

এদিকে শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে ওই মাদ্রাসায়। একজন শিক্ষকের অনুপস্থিতিতে সমন্বয় করে অন্য শিক্ষকদের ক্লাস নিতে হচ্ছে। এতে বাড়তি চাপ পড়ছে তাঁদের ওপর।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, শিক্ষক আব্দুস শহীদ ২৯ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ পর্যন্ত মাদ্রাসা কর্তৃপক্ষকে কোন রুপ অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এর মধ্যে ১৬ ফ্রেরুয়ারি একবার এসে আবার চলে য়ায়। সেই থেকে আজ পর্যন্ত তিনি বিদ্যালয়ে যোগদান করেননি।

মাদ্রাসার প্রধান অধ্যক্ষ আবুল বশার হেলালী বলেন, শিক্ষক মো. আব্দুস শহীদ ২৯ জানুযারি মাস হতে ১৪ ফেব্রুযারি পর্যন্ত রহস্যজনকভাবে প্রতিষ্ঠিানে অনুপস্থিত রয়েছেন। তাঁর বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়েছে। আজ ১৬দিন হলেও তিনি কর্মস্থলে যোগ না দেওয়ায় আব্দুস শহীদ কে অনুপস্থিত দেখানো হচ্ছে। মাদ্রাসার শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।’

এ বিষয়ে মাদ্রাসার এডহক কমিটির সদস্যরা বলেন, শিক্ষক শহীদ মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়ে ১৬ দিন ধরে আত্মগোপনে থাকার কারণে মাদ্রাসার প্রধান শিক্ষক তাকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে।

কিন্তু কারণ দর্শনের নোটিশের জবাব তিনি আজও দেনি। নোটিশের জবাব পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওযা হবে।

মুঠোফোনে  আব্দুস শহীদর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।