ইফতারি আয়োজনে মুখর ড. জোহা কলেজ ক্যাম্পাস
নাটোরের গুরুদাসপুরে শহীদ ড. শামসুজ্জোহা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ২০০১ সালের এইচএসসি ব্যাচের উদ্দোগে ২৯ রমজান কলেজ চত্বরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের ২০০১ সালের এইচএসসি ব্যাচ ‘সংশপ্তক জোহা-২০০১’ নামে পরিচিতি লাভ করেছে।
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন। তাঁর স্মৃতির স্মরণে তৎকালীন সময় নাটোরের গুরুদাসপুর থানা সদরে অবস্থিত কলেজটির নামকরণ করা হয়।
নাটোরে গুরুদাসপুরের অন্যতম বড় গ্রুপ ১৯৯৯ সালের এসএসসি ও ২০০১ সালের এইচএসসি ব্যাচ। কলেজের পুরোনো বন্ধুদের আবার ফিরে পেতে এ ইফতারি আয়োজন ব্যাপক ভূমিকা পালন করেছে।
‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের বেশ কয়েকজন চিকিৎসক, প্রকৌশল, বিসিএস ক্যাডার, ব্যাংকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে সফলতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও নদীদূষণ রোধেও ‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের ভূমিকা লক্ষ্য করা গেছে।
সংশপ্তক জোহা-২০০১ এর উদ্দোগে আয়োজিত ইফতার আয়োজনে ত্রিশ জন বন্ধু উপস্থিত ছিলেন। বন্ধুদের আলোচনায় এই ব্যাচের সামাজিক দায়বদ্ধতার কথাটি স্পষ্ট হয়ে ওঠে।