১৯ ফেব্রুয়ারি, ২০২৪

চিলমারী প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন শেষে প্রেসক্লাব কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সন্ধায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহিন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান।

বক্তব্য রাখেন, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম কাজি, প্রেসক্লাবের সিনিয়র সদস্য, লেখক ও সাহিত্যিক মোঃ নাজমুল হুদা পারভেজ, মোঃ আবুহানিফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউর রহমান জিয়া, গোলাম মাহাবুবুর রহমান বিপ্লব প্রমুখ।