সিরাজগঞ্জের হাটিকুমরুলে গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপনের কাজের জন্য উল্লাপাড়া ও তার পার্শ্ববর্তী এলাকার সরাসরি গ্যাস ব্যবহারকারী গ্রাহকেরা দূভোর্গে পড়েছেন।
মহাসড়ক ইন্টারচেঞ্জ নির্মাণ কাজে গ্যাস ব্যবহারের লক্ষ্যে শুক্রবার সকাল ৮টা থেকে এই এলাকার দুটি স্থানে ৩০ ইঞ্চি ব্যাসের ১.৩২ কিলোমিটার গ্যাস পাইপ লাইন নির্মাণ কাজ শুরু করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
উল্লাপাড়ার গ্যাস ব্যবহারী গৃহবধু জাকিয়া রূপম জানান, বেশ কয়েক বছর ধরে রান্নার কজে সরাসরি সরবরাহকৃত গ্যাস ব্যবহার করে অভ্যাস্ত হয়ে পড়েছি। এখন একদিন গ্যাস বন্ধ থাকলে চরম সমস্যায় পড়ি।
শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কেরোসিনের চুলা কিনে একটি মাত্র তরকারি রান্না করে পরিবারের লোকজনকে খেতে দিচ্ছি। জিটিসিএল ৬০ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধের ঘোষনা দিয়েছে। এতে আমাদেরকে চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে।
উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া মহল্লার শিক্ষক ফিরোজা সুলতানা জানান, পাইন লাইনে গ্যাস ব্যবহার করতে গিয়ে বাড়িতে প্রাকৃতিক কোন চুলা নেই। ফলে নতুন করে মাটির চুলা তৈরি করে রান্না করতে গিয়ে দুপুরে পরিবারের লোকজনের ভাত খাওয়া হয়নি। দোকান থেকে পারুটি ও কলা কিনে এনে খাওয়ানো হয়েছে। রাত থেকে নতুন মাটির চুলা ব্যবহার করা যাবে।
উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্রছাত্রীদের আবাসিক হলগুলোতোতে গ্যাস বন্ধ থাকায় ইট দিয়ে চুলা তৈরি করে কাঠ জ্বালিয়ে রান্না করছেন বাবুর্চিরা ।
মাওলানা আব্দুর রশিদ হলের বাবুর্চি আবুল কাশেম জানান, বাইরে নতুন চুলায় কাঠ জ্বালিয়ে ২ শতাধিক ছাত্রের রান্না করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। রোকেয়া ও মাহিন ইমাম ছাত্রী হলের বাবুর্চিসোনাবানু ও রুবি খাতুনও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় প্রায় তিন দিনের রান্না নিয়ে রীতিমত অস্বস্তিকর অবস্থায় পড়ার কথা জানালেন।
জিটিসিএল এর প্রকৌশল বিভাগের জেনারেল ম্যানেজার আইনুল কবীর জানান, হাটিকুরুল এলাকায় দু’টি স্থানে ৩০ ইঞ্চি ব্যাসের ১.৩২ কিলোমিটার গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজ শুরু হয়েছে। ১৬ ফ্রেরুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে ১৮ ফ্রেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ফলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের আওতায় সিরাজগঞ্জ জেলার একাংশ, রাজশাহী, বগুড়া ও পাবনায় গ্যাস সরবরাহ ৬০ ঘন্টা বন্ধ থাকবে। এতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের আওতাভূক্ত শিল্প কারখানা, সিএনজি স্টেশন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও আবাসিক লাইনে গ্যাস সরবারহ বন্ধ থাকবে।