বাংলাদেশ থামলো ৩৩৮ রানে
৩৩৮/৮
বাংলাদেশের জন্য ওয়ানডেতে সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের এর আগে সর্বোচ্চ ৮ উইকেটে ছিল ৩৩৩ রান। মূলত ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮১ রান তাড়া করতে নেমে নটিংহামে এই রান করেছিল বাংলাদেশ।
জিততে হলে আয়ারল্যান্ডকে ভাঙতে
হবে নিজেদের রেকর্ড
৩২৯
এই ৩৩৮ রান তারা করে জিততে গেলে আয়ারল্যান্ডকে ভাঙতে হবে নিজেদের রেকর্ড। কারণ আওয়ারল্যান্ড এর আগে ৩২৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডকে হারিয়েছিল ২০২০ সালে। ম্যাচটি হয়েছিল সাউদাম্পটনে।
তৌহিদ হৃদয়ের এই আক্ষেপ শত রান ছুঁতে না পাড়ার। আজ অভিষেক ম্যাচে হৃদয় থেমেছে ৯১ রানে। তাতে বাংলাদেশের সংগ্রহ ৩৩৮ রান।
টসজিতে তামিমকে ব্যাটিংকে আমন্ত্রণ জানায় আইরিশ অধিনায়ক। তখন অবশ্য তামিম বলছিলেন, উইকেট অনুযায়ি ২৮০ থেকে ৩০০ রান করতে হবে।
তবে তামিম এক অংকের ঘরে আউট হলেও বাকিরা দুই অংকে।