৯ ফেব্রুয়ারি, ২০২৪

উল্লাপাড়ায় কলেজ ছাত্র খুনের ঘটনায় মামলা, এক ব্যক্তি গ্রেপ্তার

উল্লাপাড়ায় কলেজ ছাত্র খুনের ঘটনায় শুক্রবার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত স্বপন আলীর বাবা ব্যবসায়ী শফিকুল ইসলাম বাদি হয়ে দুজনের নামে এবং আরো কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেন।

পুলিশ ইতোমধ্যে শাহীকোলা গ্রামের আফছার আলী আকন্দের ছেলে রাকিব আকন্দকে গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের পাশের সরিষার মাঠ থেকে স্বপন আলীর মরদেহ উদ্ধার করে । তাকে আগের রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে কে বা কারা মাথায় আঘাত করে হত্যার পর ফেলে রেখে চলে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সন্দেহজনক ভাবে ৭ যুবককে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদের মধ্যে রাকিবকে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমান পাওয়ায় গ্রেপ্তার করা হয়। ছেড়ে দেওয়া হয়েছে বাকীদেরকে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে শাহীকোলা গ্রামের দুই যুবগোষ্টীর মধ্যে ইতোপূর্বে সৃৃষ্ট কয়েক দফা গোলযোগের জের ধরে স্বপনকে হত্যা করা হয়েছে বলে তারা মনে করছেন।

 নিহত স্বপন এক  গ্রুপের সমর্থক ছিলেন। পুলিশ এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরার 
চেষ্টা চালাচ্ছে।