নির্ধারিত ৯০ মিনিটের খেলা, শেষ হয়েছে এক এক গোল। এরপর শুরু হয় ট্রাইবেকার। ১১ ট্রাইবেকারে দুই দলই সমতায়। এরপর টসের মহা নাটক। টসে শুরু বিতর্কিত মহা নাটক মঞ্চস্থ হলো শহীদ শেখায় মনসুর রহমান স্টেডিয়ামে ।
টসের সেই সিদ্ধান্ত অনুযায়ী ভারতের মেয়েরা জয়ের আনন্দে মেতে উঠেছিল । কিন্তু বাংলাদেশ দলের চাপে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। কিন্তু ভারতের মেয়েরা আর মাঠে নামতে রাজি হয়নি। তাদের মাঠে নামতে ৩০ মিনিট সময় ও বেঁধে দেয়া হয়। তবুও তারা মাঠে নামেনি।
অবশেষে ৫ ঘন্টার সেই বিতর্কিত নাটক ছাপিয়ে অনূর্ধ্ব ১৯ সাপ চ্যাম্পিয়নশিপ ২০১৪ এর যৌথ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।