৩১ জানুয়ারি, ২০২৪

তিতাসে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে র‍্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মাঝারি ট্রাক জব্দ করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মাদারীপুর সদর থানার পাকদি গ্রামের মৃত হালান চোকদারের ছেলে ছাইদুল চোকদার (৩৯), বরিশাল সদর থানার বুদুল্লা এলাকার কালাম মোল্লার দুই ছেলে বশির মোল্লা (২৬), বাবু মোল্লা (২৪),পটুয়াখালী দুমকী থানার পাগলা এলাকার মৃত আঃ রশিদের ছেলে মোঃ মিজানুর হাওলাদার (৩০), ফরিদপুর বোয়ালমারী থানার কামারগ্রাম এলাকার হারুন-অর রশিদের ছেলে মোঃ মাহদী হাসান ইমন(২৫)।

এবিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ বলেন, গত ২৩ জানুয়ারি তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে ৫টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় পরের দিন জসিম উদ্দিন নামে এক দোকান মালিক বাদী হয়ে তিতাস থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে।

মঙ্গলবার ৩০ জানুয়ারি রাতে এসআই জাহিদুল হক সঙ্গীয় অফিসার-ফোর্স সহ র‌্যাবের সহায়তায় ঢাকার কদমতলীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মাঝারি ট্রাক জব্দ করা হয়। বুধবার গ্রেফতারকৃত ৫ আসামী'দেরকে বিধি মোতাবেক কুমিল্লা আদালতে প্রেরন করা হয়েছে।