২৩ জানুয়ারি, ২০২৪

তিতাসে ৫টি স্বর্ণের দোকানে ডাকাতি, নগদ টাকাসহ অর্ধকোটি টাকার স্বর্ণালংকার লুট

তিতাসে ৫টি স্বর্ণের দোকানে ডাকাতি, নগদ টাকাসহ অর্ধকোটি টাকার স্বর্ণালংকার লুট

কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের ৫টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় মুখোশপরা ডাকাতদল।

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৩টার দিকে বাজারের সরকার জুয়েলার্সে, রশিদ স্বর্ণ শিল্পালয়ে, ইব্রাহিম স্বর্ণ শিল্পালয়ে, বশির উল্লাহ স্বর্ণ শিল্পালয়ে ও আনিসা স্বর্ণ শিল্পালয়ে। ঘটনার খবর পেয়ে সকাল থেকে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বাজার কমিটির লোকজন ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন এবং ডাকাতদলকে সনাক্তসহ গ্রেফতারে কার্যক্রম শুরু করেন।

সরকার জুয়েলার্সের মালিক মাজহারুল সরকার জানায়, তার দোকানের সাটার ও তালা ভেঙ্গে দোকানের সিন্ধুক কেটে সাড়ে চার ভরি স্বর্ণ, সাড়ে পাঁচশ ভরি রূপা ও নগদ ২লাখ ২৭হাজার টাকা নিয়ে যায়।

রশিদ স্বর্ণ শিল্পালয়ের পরিচালক মো. রিয়াজ সরকার জানায়, তার দোকানের সাটার ও তালা কেটে সিন্ধুক লক ভেঙ্গে  ১২ভরি স্বর্ণ, ২শ' ভরি রূপা ও নগদ ৪০হাজার টাকা নিয়ে যায়।

ইব্রাহিম স্বর্ণ শিল্পালয়ের মালিক ইব্রাহিম স্বর্ণকার জানান, তার দোকানের সাটার ভেঙ্গে ৬০ ভরি রূপা ও কাস্টমারের ১ভরি স্বর্ণ নিয়ে যায় তবে সিন্ধুক ভাঙ্গতে না পারায় তিনি অনেকটা বেঁচে যান।

এছাড়াও বশির উল্লাহ স্বর্ণ শিল্পালয় ও আনিসা জুয়েলার্সেও সাটার ভেঙ্গে স্বর্ণ, রূপা ও নগদ টাকা নিয়ে যায়। 

এ বিষয়ে বাতাকান্দি বাজার ব্যবস্থা কমিটি'র সাধারণ সম্পাদক মো. নূর নবী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, বিষয়টি বেশ উদ্বেগের ও বেদনার। বাতাকান্দি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। কখনো এমন পরিস্থিতি আগে ঘটেনি। বিষয়টা নিয়ে আইনশৃঙ্খলা মিটিং এ কথা বলবো এবং দ্রুত যেনো ডাকাতদলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাবো।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি মো: রবিউল ইসলাম বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে আমি নিজে ও কাজ করতেছি। এখনই সব বলা যাচ্ছে না। তবে সবাই আমাদেরকে সহযোগিতা করুন।