২১ জানুয়ারি, ২০২৪

বিশ হাজার শীতার্ত পাচ্ছেন সিংড়ায় পলকের কম্বল

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রী পলকের কম্বল পাচ্ছেন ২০ হাজার শীতার্ত ব্যক্তি। রোববার (২১ জানুয়ারি) সকাল ১০টায় নিজ বাসভবনে শীতার্তদের মাঝে ২০ হাজার কম্বল বিতরণের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, উপজেলা আ.লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আ.লীগের সভাপতি ডালিম আহমেদ ডন প্রমুখ।