৮ জানুয়ারি, ২০২৪

তিতাসে নৌকা—স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩ 

কুমিল্লা-১ আসনের তিতাস উপজেলায় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমর্থক ও ঈগলের সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের তিন জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করিয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার সাতানী ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামে ভোট গ্রহন শেষে। আহতরা হলেন, নৌকার সমর্থক ফারজানা আক্তার ও যুবলীগ নেতা মো. সোহেল মিয়া। এবং ঈগল প্রতীকের সমর্থক শফিকুল ইসলামের স্ত্রী  সালমা আক্তার। 

সোমবার সরেজমিনে গেলে নৌকার সমর্থক সাতানী ইউপি সদস্য ইব্রাহিম সরকার বলেন, ভোট গননা শেষে আমরা বাড়ি যাওয়ার পথে  ঈগল প্রতীকের সমর্থক সাবেক মেম্বার রশিদ মিয়ার নেতৃত্বে যুবলীগ নেতা সোহেলকে মারধর শুরু করে এসময় সোহেল দৌড়ে আমার ঘরে গিয়ে আশ্রয় নিলে আমার মেয়ে ফারজানাকে মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। আমি এঘটনার সঠিক বিচার চাই।

ঈগল প্রতীকের সমর্থক সাবেক মেম্বার রশিদ মিয়া বলেন, ইউপি নির্বাচনে ইব্রাহিম সরকার আমার প্রতিদ্বন্দ্বী ছিল,সেই বিরোধকে কেন্দ্র করে তারা আমাকে জরিয়ে মিথ্যাচার করছে এবং আজ সোমবার সকালে ২০/২৫ টি মোটরসাইকেল যোগে ৩০/৪০ জন লোক এসে আমাদের বাড়ি ঘরে হামলা করছে এং অকথ্য ভাষায় গালাগালি করে গেছে আমি এর সুষ্ঠু বিচার চাই। 

অপর দিকে আবদুর রহমান বলেন, আমরা কেউ ভোট কেন্দ্রে যাই নাই, কে বা কারা ঝগড়া করছে আমরা জানিনা। তিনি আরও বলেন ইউপি নির্বাচনে আমরা রশিদ মেম্বারের পক্ষে ছিলাম সেই  বিরোধকে কেন্দ্র করে আজ সোমবার সকালে মোটরসাইকেল যোগে ৩০/৪০ জন লোক এসে আমাদের বাড়ি ঘরে হামলা করে ভাংচুর করে টাকা-পয়সা লুট করে এবং আমার ভাতিজির মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। কারা এঘটনা করেছে জানতে চাইলে, তিনি বলেন, আশিক মেম্বার ও মামুন মিয়ার নেতৃত্বে এঘটনা ঘটিয়েছে। 

এবিষয়ে আশিক মেম্বার বলেন, আমি এ ঘটনার সাথে জরিত না। আমি সকালেই হাসপাতালে আহত যুবলীগ নেতা সোহেলকে দেখতে আসছি।

তিতাস থানার এসআই তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে আমি ঘটনা স্থলে গিয়েছি এবং উভয় পক্ষের বাড়ি ঘর পরি দর্শন করে আসছি। লিখিত  অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে নবনির্বাচিত এমপি ইঞ্জিঃ আবদুস সবুর তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আহত নৌকার সমর্থকদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।