সোমবার উল্লাপাড়ায় বণার্ঢ্য আয়োজনে ২০২৪ শিক্ষাবর্ষের বই উৎসব অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল মিলনায়তনে বই উৎসবের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দীন, স্কুলের সিনিয়র শিক্ষক ছাইদুর রহমান বক্তব্য রাখেন।
এ ছাড়াও উপজেলার উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে বই উৎসবের আয়োজন করা হয়।