২৫ ডিসেম্বর, ২০২৩

নিখোঁজের ৩দিন পর গোমতী নদীতে ভেসে উঠল কিশোরের লাশ

কুমিল্লার তিতাসে গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর আল-আমিন ভূইয়ার (১৭) লাশ তিন দিন পর ভেসে উঠেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের পশ্চিম পাশে গোমতী নদীতে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা তা লাশ উদ্ধার করে। কিশোর আল-আমিন উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মনিরুল ইসলাম ভূইয়ার বড় ছেলে।

নিহতের পিতা মনিরুল ইসলাম ভূইয়া ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার ছেলে শুক্রবার দুপুর ১২ টায় গোমতী নদীতে ডুবে যায়। আমরা হোমনা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে চাঁদপুর থেকে ডুবুরি দল এনেও কোনো সন্ধান পায়নি। তারা মিছে মিছে চেষ্টা করে চলে গেছে। আজ সোমবার একই জায়গা থেকে আমার ছেলে লাশ ভেসে উঠেছে।

এবিষয়ে হোমনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজেদুল ইসলাম বলেন, আমরা নিজেরাও চেষ্টা করেছি এবং চাঁদপুর থেকে ডুবুরি দল এনেও চেষ্টা করা হয়েছে। ভিকটিমের পরিবারের অভিযোগ মনগড়া। 

উল্লেখ্য, শুক্রবার ২২ ডিসেম্বর দুপুর ১২টায় গোমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কিশোর আলিফ ভূইয়া। সে ডাকা গোড়ান নাজমুল হক মদিনাতুল উলুম জামিয়া আরাবিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র।