২৫ ডিসেম্বর, ২০২৩

বড়াইগ্রামে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বড়দিন পালিত

নাটোরের বড়াইগ্রামে উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় উৎসব শুভ বড়দিন।

বড়াইগ্রামের বনপাড়া ক্যাথলিক চার্চ, জোনাইল ব্যাপষ্টিট মিশন,ভবানীপুর মিশন সহ উপজেলার ছোট বড় সকল চার্চে সকালে ঘন্টার ধ্বনি শুনে দলে দলে গীর্জায় আসতে শুরু করে খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-বৃদ্ধরা। চার্চে স্তুতি ও কীর্তনের মাধ্যমে তারা যিশুকে স্মরণ করেন। পরে ভক্তিমুলক গানের মধ্য দিয়ে শুরু হয় প্রর্থনা।

প্রায় ঘন্টাব্যাপী প্রার্থনা শেষে পরিবার পরিজন নিয়ে তারা অংশ নেয় বড় দিনের প্রার্থনায়।বড়দিন উপলক্ষে বনপাড়া ক্যাথলিক চার্চে সংক্ষিপ্ত এক আলোচনা সভা ও কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ সময় নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল,বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন,বড়াইগ্রাম উপজেলা আ'লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু,প্রয়াত এমপি আব্দুল কুদ্দুসের পুত্র আসিফ আব্দুল্লাহ কুদ্দুস বিন শোভন ,বনপাড়া ক্যাথলিক চার্জের পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা,ফাদার শংকর ডমিনিক গমেজ সহ খৃষ্ট সম্প্রদায়ের সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন জানায়, বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করেন তারা। যিশুর কাছে তাদের স্বপ্ন পুরনের প্রার্থনা করেন। এই দিনে তারা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে।বাড়ি বাড়ি পিঠা উৎসব পালন করে।