২৪ ডিসেম্বর, ২০২৩

বড়াইগ্রামে দীপ্ত কন্ঠ পত্রিকার শুভ উদ্বোধন

বড়াইগ্রামে দীপ্ত কন্ঠ পত্রিকার শুভ উদ্বোধন

নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহর থেকে বিজয় দিবসের বিশেষ সংখ্যা প্রকাশ ও মোড়ক উন্মোচনের মাধ্যমে দীপ্ত কন্ঠ পত্রিকার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পত্রিকার সম্পাদক ও বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন।

এ উপলক্ষে রোববার তার নিজ বাসভবন বনপাড়াতে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক রেজাউল করিম মৃধার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর মেয়র কে.এম জাকির হোসেন।

সেখানে উপস্থিত ছিলেন দ্বাদশ সংসদ নির্বাচনের নাটোর-৪ আসনের  স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বজলুল  হক মোল্লা, বনপাড়া পৌর কাউন্সিলর মোছা. শরীফুন্নেসা শিরিন, প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনার, এসকেনদার মির্জা, ওয়াজেদ আলী সোনার সহ এলাকার সাংবাদি ও সুধীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে প্রকাশিত সংখ্যটি তুলে দেয়া হয়।