ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ৩নং কুন্ডা ইউনিয়নের কুন্ডা গাঙ্কুলপাড়া এলাকার ফকির বাড়ির প্রবাসী আইয়ূব আলীর স্ত্রী পুতুল বেগমের ঘরের বাথরুম থেকে মো. রফিকুল ইসলাম (৩২)লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (২০ ডিসেম্বর) ভোর অনুমান ৫: ৩৫ ঘটিকায় প্রবাসী আইয়ূব আলীর স্ত্রী পুতুল বেগম তার ঘরের বাথরুমে লাশ দেখতে পেয়ে নিহত রফিকের স্ত্রীকে সংবাদ দেয়। তার সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে, প্রবাসী আইয়ুব আলীর ঘরের বাথরুম থেকে মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভিকটিমের স্ত্রী মুর্শিদা বেগম জানায়,নিহত রফিক মিয়ার সাথে প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী পুতুল বেগমের দীর্ঘ দিন পরকীয়া সম্পর্ক ছিলো এবং গতরাতে রফিক মিয়া তার নিজ বাড়িতে ছিলেন না।
এলাকাবাসীর সূত্রে জানা যায় নিহত রফিকমিয়া কুন্ডা ইউনিয়নের গাঙ্কুলপাড়ার সর্দার বাড়ির মৃত নাজিম উদ্দিনের পুত্র। তিনি কুন্ডা ইউনিয়নের ২ নং ওর্য়াডের আ.লীগের সাধারণ .সম্পাদক।
প্রবাসী আইয়ুব আলী স্ত্রী পুতুল বেগম জানান যে, ভিকটিম রফিক মিয়া ইতিপূর্বে আরো কয়েকবার তাকে বিয়ে না করলে আত্মহত্যা হুমকি দিয়েছিলো। গতকাল সকালেও ভিকটিম তাকে বলে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি আত্মহত্যা করবো আমার এই জীবন রাখবো না।
থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।