আগামীকাল ভোর ৪টার দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) ডানেডিনে ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ট্রফি উন্মোচনের পর গণমাধ্যমের কাছে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বলেন, ‘দল হিসেবে আমরা সিরিজ জিততে মুখিয়ে আছি। আমাদের দলটা ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা আমাদের লক্ষ্য। যদি জিততে পারি, দারুণ হবে।’
নাজমুল হাসান শান্ত।
গতকাল নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২৬ রানের জয়ে বেশ ভালো প্রস্তুতি সেরেছে টাইগাররা। স্বস্তির কথা হলো রানে ফিরেছেন ব্যাটাররা। চার ব্যাটার হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন।
ব্যাটারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে শান্ত আরও বলেন, 'আমার মনে হয় ছেলেরা (প্রস্তুতি ম্যাচে) খুব ভালো ক্রিকেট খেলেছে। উইকেট খুব ভালো ছিল। প্রস্তুতির দিক থেকে সবাই নিজের কাজ করছে। নিউজিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। তো এটি দারুণ একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজের ব্যাপারে আত্মবিশ্বাসী।'