১৫ ডিসেম্বর, ২০২৩

বুদ্ধিজীবীদের স্বরণে মোমবাতি প্রজ্বলন

নওগাঁর বদলগাছীতে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে মোমবাতি প্রজ্বলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা ৬টায় বদলগাছী কেন্দ্রীয়  স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের আয়োজনে 

মোমবাতি প্রজ্বলন ও ১মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে ১৪ই ডিসেম্বরে নিহত শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডলের সভাপতিত্বে ইবনু সাব্বির আহম্মদের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খাঁন, উপজেলা সহকারি ভূমি কমিশনার আতিয়া খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফএফ,  সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমূখ।