১৩ ডিসেম্বর, ২০২৩

চিলমারীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে মাটিকাটা মোড় মহাসড়ক সংলগ্ন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অনুমোদিত মেসার্স সাগর ফিলিং ও গ্যাস স্টেশন অবস্থিত।

ওই ফিলিং ও গ্যাস স্টেশন থেকে মাত্র ২২০ ফুট দূরত্বে মহাসড়ক সংলগ্ন সোহেল এন্ড ব্রাদার্সের মালিক মোঃ সামিউল আলম সোহেল পেট্রোলিয়াম কর্পোরেশন বিপনন কোম্পানি আইনকে তোয়াক্কা না করে সাইনবোর্ড লাগিয়ে মিনি মেশিন,কুপি ও চোংগা দ্বারা দেদারছে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছে।

খোলা জায়গায় এসব জ্বালানি ক্রয় বিক্রয়ের ফলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য ২০১৪ সালে সোহেল এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন নামে একটি ফিলিং স্টেশন একই স্থানে স্থাপনের চেষ্টা করলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নীতিমালা বহির্ভূত হওয়ায় কর্তৃপক্ষ ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয়।

এ ব্যাপারে সোহেল এন্ড ব্রাদার্সের মালিক মোঃ সামিউল আলম সোহেলের সাথে কথা হলে তিনি জানান  উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের অনাপত্তি পত্র, বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন এবং তেল বিক্রির লাইসেন্স দিয়ে জ্বালানি সরবরাহ ও বিক্রয় করে আসছি।

মেসার্স সাগর ফিলিং স্টেশনের মালিক আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু জানান, সোহেল এন্ড ব্রাদার্স পেট্রোলিয়াম কোম্পানির নীতিমালা তোয়াক্কা না করে সাগর ফিলিং ও গ্যাস স্টেশনের স্বর্নিকটে মহাসড়কের পাশে জ্বালানি বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছে।

জ্বালানি অবৈধভাবে বিক্রি বন্ধ ও আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে।