২৩ নভেম্বর, ২০২৩

গাজিপুরে দুটি কাভার্ডভ্যানে আগুন

দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজিপুরের দক্ষিণ সালনা এলাকায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

বিএনপির অবরোধ চলাকালে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামের দুটি কাভার্ডভ্যান সালনা এলাকায় গেলে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে গতিরোধ করেন। এরপর পেট্টোল দিয়ে আগুন লাগিয়ে ৩ থেকে ৪ টি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

গাজিপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবরটি তিনি সকাল ৭টার কিছু পরে পান। সঙ্গে সঙ্গে ফায়ারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এঘটনায় কেউ হতাহত হননি।