২১ নভেম্বর, ২০২৩

চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে  অস্ত্র ও  কার্তুজসহ নেজাম উদ্দিন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (২০ নভেম্বর)  রাত ৮ টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর  নেতৃত্বে উপজেলার ডুলাহাজারার ডুমখালী এলাকায় পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁকে গ্রেফতার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন,অস্ত্রসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে। তিনি আরো বলেন,অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত নেজাম উদ্দিন ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভিলেজার পাড়ার আবুল খায়েরের ছেলে বলে জানা গেছে।