বদলগাছীতে ব্যাটারী চালিত অটোরিক্সা সমিতির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
নওগাঁর বদলগাছীতে ব্যাটারী চালিত অটোরিক্সা সমবায় সমিতির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ই' এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার সদর হাট খোলা চাউল বাজারের সামনে বদলগাছী উপজেলা ব্যাটারী চালিত অটোরিক্সা সমবায় সমিতির অফিস কক্ষে এ আয়োজন করা হয়।
সভাপতি জুবায়ের হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম জামিল এর সঞ্চালনায় প্রায় ৬০০জন সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অটোরিক্সা সমিতির প্রধান উপদেষ্টা আব্দুস সালাম মন্ডল, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক ও অত্র সমিতির উপদেষ্টা বাবু ভগিরত কুমার মন্ডল, উপদেষ্টা মোঃ খুরশিদ আলম, উপদেষ্টা জনাব আবু শাহিন মন্ডল, উপদেষ্টা জনাব হোসাইন মোঃ খালেদ অরেঞ্জ, ব্যাটারী চালিত অটোরিক্সা সমিতির সহ সভাপতি হাসেম রেজা,সহ সাধারণ সম্পাদক বকুল হোসেন,শাহীন শেখ সহ অত্র সমিতির সদস্যবৃন্দ।