১৭ নভেম্বর, ২০২৩

পররাষ্ট্রসচিব দিল্লি যাচ্ছেন

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগামী সপ্তাহে ভারতের দিল্লি সফরে যাচ্ছেন। সেখানে আগামী ২৪ নভেম্বর ভারতের পররাষ্টসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

সচিবের নয়াদিল্লি সফরের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়েরি একটি সূত্র।

সূত্র বলছে, বাংলাদেশ—ভারত যৌথ পরামর্শক সভা (এফওসি) বৈঠকে বসার জন্য বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোনেকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা।

ওই বৈঠকে সাধারণত দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েই আলোচনা হয়ে থাকে। তবে বর্তমান সফরটি বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে হওয়ায় পররাষ্ট্রসচিবের সফর বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।