ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন তা সরকার জানে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুখপাত্র সেহেলী সাবরিন।
পিটার হাসের এই তথ্য কোথাও প্রকাশ করা হবেনা বলেও জানান সেহেলী সাবরিন।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সেহেললী সাবরিন বলেন, সরকার অবগত আছে পিটার হাসের কোথায় গেছেন সে ব্যপারে। তবে মার্কিন রাষ্ট্রদূত কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।
তিনি বলেন, দেশে যেসব রাষ্ট্রদূত আছেন, ‘তারা দেশের বাহিরে গেলে সরকারকে জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান তারা। তাছাড়া পিটার হাস কোথায় গেছেন এ ব্যপারে মার্কিন দূতাবাসে গিয়েও জানা যেতে পারে’।