১৫ নভেম্বর, ২০২৩

উল্লাপাড়ায় হিরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বুধবার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫৭৫ গ্রাম হেরোইনসহ জাকারিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। জব্দকৃত হেরোইনের দাম প্রায় ৫০ লাখ টাকা।

গ্রেপ্তার জাকারিয়া চাপাইনবাবগঞ্জ জেলা সদরের ছাবানিয়া গ্রামের এনামুল হকের ছেলে।

উল্লাপাড়াস্থ র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ  ইলিয়াস খান জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গার রামারচর মোড়ে নিউ রূপালি রেস্টুরেন্টের সামনে থেকে জাকারিয়াকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

জাকারিয়া বেশ কিছুদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গোপনে মাদক বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে সলংগা থানায় একটি মামলা হয়েছে।