সরকার পরির্বতন করতে হলে নির্বাচন করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিএনপিকে নির্বাচনে আসতেই হবে।
আজ রোববার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় আসার জন্য বিএনপি বিদেশি প্রভুদের ওপর ভর করছেন। তাতে কোনো লাভ হবেনা । বরং নির্বাচনে যে জিতবে সেই ক্ষমতায় আসবে।
বিএনপি অগ্নি সন্ত্রাস করছে। যারা এই সন্ত্রাসের সাথে জড়িত তাদের ধরে আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের আন্দোলনের সাথেও বিএনপির ষরযন্ত্র আছে। পোশাক শ্রমিকদের উসকে দিচ্ছে বিএনপি।