১১ নভেম্বর, ২০২৩

উল্লাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

শনিবার উল্লাপাড়ায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনিরের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্ব পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তানভীর ইমাম এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম শাহ আলম প্রমুখ।