১০ নভেম্বর, ২০২৩

সুস্থ হয়ে উঠছে মাতৃহীন হাতি শাবকটি

বাঁশখালী থেকে উদ্ধার হওয়া চকরিয়ার বঙ্গব্ন্ধু শেখ মুজিব সাফারি পার্কে থাকা মাত্র ১ মাস বয়সী হাতির শাবকটি দিন দিন সুস্থ হয়ে উঠছে এবং হাঁটাচলা করছে।

পার্কের আইসোলেশনে ২২ দিন পূর্ণ হল তার।শাবকটি এখন খাবার খাচ্ছে আর কান্নাকাটি করছেনা বলে জানিয়েছেন পার্কের পরিচর্যাকারি বীর সেন চাকমা।

গেলো ১৮ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বাঁশখালী রেঞ্জের সংরক্ষিত বনে হাতির বাচ্চাটি কাদায় আটকা পড়ে। হাতির পাল বাচ্চাটিকে কাদা থেকে তুলতে না পেরে ফিরে যায় বনে।

পরে স্থানীয় লোকজন হাতি শাবকটি উদ্ধারের জন্য বন বিভাগের লোকজনকে খবর দেন। পরে বনকর্মীরা শাবকটি উদ্ধার করে চকরিয়ার বঙ্গব্ন্ধু শেখ মুজিব সাফারী পার্কে নিয়ে আসে।

আইসোলেশনে কর্মরত ডাক্তার জুলফিকার আহমেদ জানায়,তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন আছে, তার চিকিৎসা চলছে।

এদিকে গেলো বছরের ১০মার্চ টেকনাফের শাপলাপুর বনাঞ্চল থেকে উদ্ধার হওয়া হাতির শাবকটি এখন বড় হয়েছে।তাকে প্রশিক্ষন শেষে হাতির বেষ্টনীতে রাখা হবে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।