১০ নভেম্বর, ২০২৩

ইসলামপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা

জামালপুরের ইসলামপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০নভেম্বর) বিকালে জনতা মাঠ প্রাঙ্গণে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম  বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, এমপি।

স্কুল,কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জামালপুর  আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুস সালাম, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাহজাহান, অধ্যক্ষ একেএম মোস্তফা কামাল,অধ্যক্ষ আব্দুল হাকিম,শাহজাহান,প্রভাষক খলিলুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান, মুজাহিদুল ইসলাম বিজয় প্রমুখ।

সভায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায়  বক্তারা শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।  

মত বিনিময় সভাটি পরিচালনা করেন  অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ।