অর্থ সংকট, নির্বাচন স্থগিত করল পাকিস্তান
অর্থ সংকটের ফলে নির্বাচন স্থগিত করল পাকিস্তান। মূলত নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে নির্বাচনে ব্যয় করার মতো কোনো অর্থ নেই সরকারের কাছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, নির্বাচনের জন্য দেশের অর্থমন্ত্রীর কাছে কোনো তহবিল নেই।
পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে আসিফ এ তথ্য জানান।
বিষয় জানানোর সময় প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, ইমরান খান তাকে হত্যার পরিকল্পনার অভিযোগ করেছেন- তা মিথ্যা। ইমরান খান প্রথমে সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ালেন। এখন আবার তাকেই দোষারোপ করছেন।