৮ নভেম্বর, ২০২৩

কূটনীতিকদের সতর্ক করল বাংলাদেশ

নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকেরা যে দোড়ঝাঁপ শুরু করেছেন তা ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কূটনীতকদের কালাচারাল স্পেস দিয়ে বাংলাদেশ। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানানো হচ

আজ বুধবার (৮ নভেম্বর)  বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুঃখজনক হবে, যদি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার কার্যক্রমের বিষয়ে অবহিত করা।

তাদের শুধু কালাচারাল স্পেস দিয়ে বাংলাদেশ। ভবিষ্যতে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়া হবে।

তিনি বলেন,বাংলাদেশ কোনো তথ্য-উপাত্ত গ্রহণ করবে না জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানীতে। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।