মঙ্গলবার উল্লাপাড়ায় দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, উল্লাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন দুলাল এবং সলপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, এদের বিরুদ্ধে চলমান বিএনপি জামায়াতের হরতাল অবরোধ কর্মসূচিতে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার দুই নেতাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।