৬ নভেম্বর, ২০২৩

বুধ ও বৃহস্পতিবার অবরোধের ঘোষণা বিএনপির

দ্বিতীয় দফায় বিএনপি ৪৮ ঘন্টার অবরোধ শেষে আজ সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আবারো ৪৮ ঘন্টার অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

এরআগে সোমবার বিএনপি’র ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে দিনে দুপুরে আগুন দিয়ে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে যাত্রবাহী ওই বাসে আগুন দেওয়া হয়।

আগুনে বাসটির সবকটি আসন পুড়ে গেছে। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেউ হতাহত হননি।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় আগুন নিভিয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানিয়েছে, বিকল্প অটো সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয় গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে।

আজ ছিল বিএনপি’র দ্বিতীয় দফার আন্দোলনের শেস দিন।