গাইবান্ধা পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌরসভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়নের সূচনা করা হয়।
এ সময় গাইবান্ধা পৌরসভা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম হিরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল,প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসকে তাসের আলী সহ-সভাপতি পৌর আওয়ামী লীগ, সাবেক জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী জোয়াদ্দার, সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি আসিফ সরকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অলি আহাদ,গাইবান্ধা জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি রোকনুজ্জামান রোকনসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।