ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায়। আজ রোববার সকালে পুলিশের টহলরত সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ককটেল বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি গাজিপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী মোহাম্মদ হাসান।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ বলেন, গ্রেপ্তারকৃত হাসান ককটেল বিস্ফোরণে সরাসরি জড়িত। তাকে হাতেনাতে ধরা হয়েছে। জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
গত বৃস্পতিবার বিকেলে ডাকা রোববার থেকে ৪৮ ঘন্টার অবরোধ চলছে।