শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উল্লাপাড়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জাতীয় পতাকা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি সমবায় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন। সমবায়ীদের অংশগ্রহণে পৌরশহরে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব সমিতির সাধারন সম্পাদক হুমায়রা সিয়াম, একতা সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি হাফিজুর রহমান, উল্লাপাড়া কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সহ সভাপতি নবী নেওয়াজ খান সবুজ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতির কর্মকর্তাদের হাতে সমবায় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।